Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নান্দাইলে বিভাগীয় রেঞ্জ ডিআইজির পূজামণ্ডপ পরির্দশন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৪:২৮ পিএম


নান্দাইলে বিভাগীয় রেঞ্জ ডিআইজির পূজামণ্ডপ পরির্দশন

ময়মনসিংহের নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের উপ-মহা পুলিশ পরির্দশক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান।

বৃহস্পতিবার নান্দাইল উপজেলা সদরের ব্র্রাম্মণপাড়ায় এলাকায় দুটি পূজামণ্ডপ পরির্দশন করেন।

পরিদর্শনকালে পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উপজেলার ২৪টি পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

পাশাপাশি নান্দাইল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সন্তোষ প্রকাশ করে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শসহ পূজা উৎসবের শেষ অবধি পর্যন্ত সকলকে সর্বদা সোচ্চার থাকার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মে ফরিদ আহম্মেদ, ইন্সপেক্টর তদন্ত আবুল হাসেম, ঈশরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু উত্তম সাহাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!