নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৪, ০৫:২৬ পিএম
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৪, ০৫:২৬ পিএম
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও জলমহাল দখলসহ বিভিন্ন অভিযোগে নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুকে জেলা কমিটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু আহ্বায়ক থাকাবস্থায় ছাতিরচর ইউনিয়ন বিএনপির বিশৃঙ্খলা মীমাংসা করেননি। মিঠুর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় তার লোকজন নিকলীর বিভিন্ন জলমহাল জোরপূর্বক দখলে নিয়োজিত আছেন। মিঠু নিজে জেলা বিএনপির নির্দেশ অমান্য করে একটি জলমহালে জোরপূর্বক প্রবেশ করতে না পেরে মিঠুর পরামর্শে তার পক্ষের এক ব্যক্তিকে দিয়ে ওই জলমহালের সাথে সংশ্লিষ্ট লোকজন ও বিএনপির লোকজনসহ নিরীহ লোকদের নামে এবং নিকলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির নামে একটি মামলা করিয়েছেন।
এ মতাবস্থায় মিঠুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য নোটিশে বলা হয়েছে।
এ ব্যাপারে বদরুল মোমেন মিঠু জানান, জলমহালের বিষয়ে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, সেগুলি অমূলক। তিনি কোন জলমহালের সাথে জড়িত নন বলে জানান। নোটিশ হাতে পাওয়ার পর তিনি এর জবাব দেবেন বলে জানিয়েছেন।
ইএইচ