Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সুনামগঞ্জে ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৫:৪০ পিএম


সুনামগঞ্জে ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে অবৈধ ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. মানিক মিয়া (১৯)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্কুলব্যাগে করে অবৈধভাবে মদ নিয়ে যাওয়ার খবর পেয়ে
সুনামগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই ওয়াসিম, এএসআই নুরুন্নবী ও এএসআই নজরুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদকসহ কারবারিকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম মদসহ এক মাদক কারবারিকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে যে কোন ধরনের অপরাধ দমন ও অবৈধ মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!