Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মির্জাগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৬:০৭ পিএম


মির্জাগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার সুবিদখালী সরকারি রই পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তাক আহমেদ পিনু, সদস্য মো. দেলোয়ার হোসেন নান্নু, অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, সদস্য মো. আসফাকুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহসানউল্লাহ পিন্টু সিকদার,সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন সুজন, দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন হাওলাদারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

ইএইচ

Link copied!