Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হোসেনপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৬:৩৫ পিএম


হোসেনপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার হনুমান তলায় শ্রী শ্রী নরসিংহ জিউর আখরাসহ বিভিন্ন পূজামণ্ডপে আনুষ্ঠানিকভাবে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন সনাতন দুস্থ পরিবারের সদস্যদের হাতে এসব বস্ত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, যুবদল নেতা মো. সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার সরকার, রতন বণিক প্রমুখ।

ইএইচ

Link copied!