ঝিনাইদহ প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৪, ০৭:১০ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৪, ০৭:১০ পিএম
ঝিনাইদহ সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজের গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুকে কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গত ৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক পত্রে এডহক কমিটির সভাপতি পদে অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুকে এবং বিদুৎসাহী সদস্য পদে মাওলানা শহিদুল ইসলামকে মনোনীত করেন।
কলেজের অধ্যক্ষ জে এম রবিউল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- নবনিযুক্ত সভাপতি ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু।
এছাড়া আরও বক্তব্য দেন- কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদ হোসেন তপন, সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দীন আল মামুন, সাধুহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাগান্না ইউনিয়ন বিএিনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিশ্বাস, ডাকবাংলা বাজার কমিটির সভাপতি কামাল হোসেন প্রমুখ।
ইএইচ