নেত্রকোণা প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৪, ০৭:৩৯ পিএম
নেত্রকোণা প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৪, ০৭:৩৯ পিএম
নাশকতার মামলায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫২) ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর অত্যাচার নির্যাতন চালায়।
এ ঘটনায় ১ সেপ্টেম্বর নেত্রকোণা মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলার প্রেক্ষিতে নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএমের নির্দেশে ডিবি পুলিশের একটি টিম বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগান এলাকা থেকে নাশকতা মামলার এজাহার নামীয় ১০নং আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে ঢাকা থেকে নেত্রকোণায় নিয়ে আসা হয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচ