Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ফরিদগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৯:০৫ পিএম


ফরিদগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, আওয়ামী লীগের মধ্যেই ৮, ৭০০ রাজাকার রয়েছে। অথচ তাদের বিচার না করে জামায়াত ইসলামী নেতাদের মিথ্যা রাজাকার আখ্যায়িত করে জুলুম নির্যাতন ও ফাঁসি দিয়েছে। এই আওয়ামী লীগ  ২০১৪ সালে অবৈধ নির্বাচন দিয়ে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন দেখিয়ে ক্ষমতা নিয়েছে।

বলেন, ২০১৮ সালে এদেশের মানুষকে ঘুমে রেখে আবারও ক্ষমতায় বসেছিল। মানুষের অধিকার হরণের প্রতিবাদে আজ তারা গর্তে ঢুকে পড়েছে। তাদের জুলুম নির্যাতনের কেউ প্রতিবাদ করতেও পারেনি। তারা আমাদের মামলা-হামলা করে দমিয়ে রাখতে চেয়েছিল।

ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বালিথুবা পূর্ব ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আব্দুর রবের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল হোসাইন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. কফিল উদ্দিন, সাবেক আমির ইউনুছ হেলাল, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, ইসলামী ছাত্র শিবির চাঁদপুর জেলা সভাপতি মহররম আলী প্রমুখ।

ইএইচ

Link copied!