Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

দুর্গাপুরে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৯:২২ পিএম


দুর্গাপুরে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি দুরুল হুদা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ভবানীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদের মন্ডল ওই এলাকার মৃত গণি মণ্ডলের ছেলে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে নাশকতার অভিযোগে আব্দুল কাদের মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল শুক্রবার তাকে আদালতে তোলা হবে৷

ইএইচ

Link copied!