Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মিয়ানমার থেকে অপহৃত মাঝিমাল্লাদের ফেরত আনল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৪, ১২:৪৫ এএম


মিয়ানমার থেকে অপহৃত মাঝিমাল্লাদের ফেরত আনল কোস্ট গার্ড

সেন্টমার্টিন দ্বীপের অদূরে ট্রলারযোগে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনী কর্তৃক অপহৃত সব জেলেরা অবশেষে বাংলাদেশে ফিরে এসেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচটি ট্রলারের ৪৭ জন মাঝিমাল্লাকে নিয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছায় বাংলাদেশ কোস্ট গার্ড দল।

এর আগে, দুপুর আড়াইটার দিকে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে নিহত জেলে মো. ওসমান (৫০) এর মরদেহ এবং গুলিবিদ্ধ মো. রফিক (৩০) ও রাজুসহ (৪৫) ১১ জেলেকে নিয়ে একটি ট্রলার শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে পৌঁছে।

এ নিয়ে নিহত মো. ওসমান (৫০) এর মরদেহসহ ছয়টি ট্রলারের ৫৮ জন জেলেকে ফেরত আনল কোস্ট গার্ড।

টেকনাফে দায়িত্বরত নৌ পুলিশের উপ-পরিদর্শক আবুল কাসেম জানান, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে নিহত জেলের মরদেহটি হস্তান্তর করেছে কোস্ট গার্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমার থেকে ছয়টি ফিশিং ট্রলার, নিহত জেলের মরদেহসহ ৫৮ জন জেলেকে কোস্টগার্ডের নিকট হস্তান্তর করেছে মিয়ানমার নৌবাহিনী। দুপুর আড়াইটার দিকে নিহত জেলের মরদেহ ও ১১ জন মাঝি-মাল্লা নিয়ে প্রথম ট্রলার শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায়। সন্ধ্যায় বাকি ট্রলার ও জেলেরা এসে পৌঁছায়।

ইএইচ

Link copied!