Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ভাঙচুর ও বিস্ফোরক মামলা

দিবর ইউপি চেয়ারম্যান রাহাদ নওগাঁ থেকে গ্রেপ্তার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

অক্টোবর ১১, ২০২৪, ১২:১৮ পিএম


দিবর ইউপি চেয়ারম্যান রাহাদ নওগাঁ থেকে গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলা উপজেলার ৩ নং দিবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাহাদ জামানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১ টার দিকে নওগাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

উপর্যুক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম জানান, ‘গত ৫ আগস্ট নওগাঁতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতৃত্বে ভাঙচুর ও বিস্ফোরক আইনের একটি মামলায় এবং তাঁর নামে ব্যক্তিগত চেক ডিজাইনার হিসেবে জেলা দায়রা আদালতের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। উল্লেখিত অভিযোগের ভিত্তিতে আটক হন দিবর ইইপি চেয়ারম্যান রাহাদ জামান। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।‍‍`

বিআরইউ

Link copied!