Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ত্রিশালে পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৪, ০৩:৩০ পিএম


ত্রিশালে পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

ময়মনসিংহের ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহর পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে ত্রিশাল পৌরসভার নওধার শ্রী শ্রী কুলেশ্বরী নাট মন্দির, ত্রিশাল কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির, ঋষি মন্দির পূজামণ্ডপ পরির্দশন করেন।

এরআগে তিনি ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ভালুকা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, ত্রিশাল কেন্দ্রীয় কালী মন্দিরের উপদেষ্টা কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রিশাল উপজেলা শাখার সভাপতি শ্রী রাখাল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক গণেশ সরকার পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!