Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রামে চাচাতো বোনকে পেটানোর অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

অক্টোবর ১১, ২০২৪, ০৩:৪৬ পিএম


চট্টগ্রামে চাচাতো বোনকে পেটানোর অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

চট্টগ্রাম নগরীর চকবাজার খাসিয়াপাড়ায় দাদিকে দেখভালের অভিযোগে কলেজ পড়ুয়া নাতনিকে বেদম মারধর করার অভিযোগ পাওয়া গেছে চাচাতো ভাই সাগরের বিরুদ্ধে।

এ ঘটনাকে কেন্দ্র করে চকবাজার থানায় মামলার জন্য অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী কাকলি।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থী কাকলি আক্তার (১৮) তার পিতার নির্দেশে দাদিকে দেখতে যান। দাদির সকল বিষয়ের দেখভাল করে ভুক্তভোগীর পরিবার।

এ সময় দাদির দেখভাল করার বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার আপন চাচা আজিজুল হক বাদশার ছেলে সাগর, মেয়ে আয়েশা, সবুজ, মো. সজিব কাকলি আক্তারকে মারধর করেন এবং শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন।

এছাড়াও তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যান। যার আনুমানিক দাম ৬০ হাজার বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযুক্ত সাগর বলেন, তার দাদি অসুস্থ। গায়ে কোন কাপড় রাখেন না। একজন মহিলা মানুষ। অভিযোগকারী কাকলি দাদিকে দেখে ঘরের দরজা বন্ধ না করে চলে যাচ্ছেন। এমন সময় তার বোন আয়েশা দরজা বন্ধ করার জন্য বলেন। একপর্যায়ে বোনে বোনে মারপিটে জড়িয়ে পড়েন। আমরা দুইজনকে দুই দিকে নেওয়ার চেষ্টা করি। আমরা তার গায়ে হাত তুলি নাই।

ইএইচ

Link copied!