Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বেদখলের ১৮ বছর পর জমির মালিকানা ফেরত পেলেন প্রকৃত মালিক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৪, ০৫:০৬ পিএম


বেদখলের ১৮ বছর পর জমির মালিকানা ফেরত পেলেন প্রকৃত মালিক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নে আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা ৬ শতাংশ জমি ১৮ বছর পর ফেরত পেলেন জমির প্রকৃত মালিক।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপদিঘী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সালিশি রায়ের কপি জমির প্রকৃত মালিক মো. মামুন মিয়ার কাছে হস্তান্তর করেন।

জানা যায়, ভুক্তভোগী মো. মামুন মিয়ার পিতা মো. আবুল হাশেম গোপদিঘী বাজারে এস.এ রেকর্ড ও আর.এস রেকর্ডের মালিকের কাছ থেকে সাফ কাবলামূলে ৮ শতাংশ ভূমি ক্রয় করে স্বত্ব দখলে থাকা অবস্থায় একই এলাকার আওয়ামী লীগ নেতা আ. ছাত্তার, মোবারক ও আশরাফ মিয়া ক্ষমতার জোরে এ ভূমিতে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা শুরু করে করেন। পরবর্তীতে ভুক্তভোগী মামুন মিয়া দোকানঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষ জমির মালিকানা দলিল নিয়ে বসার দিন তারিখ নির্ধারিত করে। কিন্তু মামুন মিয়া দলিল নিয়ে প্রস্তুত থাকলেও অপর পক্ষ সালিশে উপস্থিত থাকেননি।

জমির মালিক মামুন মিয়া বলেন, ১৯৮৮ সালে মিঠামইন উপজেলার গোপদিঘী মৌজায় ১৭৬৬ দাগে ৮ শতাংশ জায়গা আমার পিতা মৃত আবুল হাশেম সাফ কবলা দলিলমূলে ক্রয় করলে আমরা ভোগদখলে ছিলাম। পরে ২০০২ সালে সাবেক গোপদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মীরফত আলী ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি গোপদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আশরাফ দলীয় প্রভাব খাটিয়ে আমাদের জায়গাটি দখল করে নেন।

ইএইচ

Link copied!