মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৪, ০৫:১১ পিএম
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৪, ০৫:১১ পিএম
কুমিল্লা জেলার মুরাদনগরে পাওনা টাকা নিয়ে সালিশি বৈঠক চলাকালে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।
এ সময় আরও ৩ জনকে গুরুতর আহত করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব হোসেন (৩২) উপজেলার রহিমপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।
আহতরা হলেন- নবীপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন (৫০) তার ছেলে আক্তার হোসেন (৩০) ও জসিম উদ্দিন (৫৫)।
আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থল থেকে মারুফ (১৯) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত মারুফ উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের আবুল কালামের ছেলে।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচ