Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

টাঙ্গাইল বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৪, ০৫:৪১ পিএম


টাঙ্গাইল বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রেণের লক্ষ্যে টাঙ্গাইলের বাজার তদারকি করেছে জেলা প্রশাসন।

শুক্রবার সকালে টাঙ্গাইল জেলা তথা শহরের সবচেয়ে বড় পাইকারি পার্ক বাজারে এ তদারকি করে প্রশাসন।

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, মাছ, মাংস ও মুরগি বাজার তদারকি করেন। এতে মুরগি, ডিম ও মাছের বাজারে মূল্যে তালিকা টানানোসহ পণ্যের ক্রয়ের রশিদ খতিয়ে দেখেন।

বাজার তদারকিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দ্রব্যমূল্য পর্যালোচনা তদারকির একটি বিশেষ টাস্কফোর্সের আহ্বায়ক মো. জিয়াউল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব শিকদার শাহীনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ও বিশেষ টাস্কফোর্সের সদস্য মো. সোহেল রানা, কৃষি কর্মকর্তা ও বিশেষ টাস্কফোর্সের সদস্য ফারজানা এবং ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য মো. আবু জুবায়ের উজ্জ্বল, বিশেষ টাস্কফোর্সের সদস্য ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মো. মুসা প্রমুখ।

ইএইচ

Link copied!