Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফটিকছড়িতে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৪, ০৫:৫৮ পিএম


ফটিকছড়িতে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

বৃহস্পতিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর, জাফতনগর, ধর্মপুর, বক্তপুর, সমিতিরহাট, নানুপুর, রোসাংগিরী ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরির্দশন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি বলেন- এবার ফটিকছড়ি তথা সারাদেশে সর্বকালের সেরা শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ফটিকছড়িতে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপ পাহারা দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন, মুনসুর আলম চৌধুরী, মুহিব উল্লাহ চৌধুরী, আবু তাহের সিদ্দিকী, খালেদ বাবুল, জয়নাল আবেদীন, আলা উদ্দীন, এসএম মুনসুর, মো. এমরান, নাজিম উদ্দীন, শহিদুল আলম, মোশাররফ চৌধুরী মশু, আহমদ রশিদ, মো. এরশাদ, মহি উদ্দিন মেসি প্রমুখ।

ইএইচ

Link copied!