Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মহম্মদপুরে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বস্ত্র বিতরণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৪, ০৬:০৩ পিএম


মহম্মদপুরে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বস্ত্র বিতরণ

মাগুরার মহম্মদপুরে ৭নং পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে তার বাসভবনে মনোনীত প্রতিনিধি দিয়ে ইউনিয়নের ১০টি পূজা মণ্ডপে দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মুখে হাসি ফোটাতে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দ আবুল বাশার, সৈয়দ মারফত আলীসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সেক্রেটারিরা।

পলাশবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধন পাল এ তথ্য নিশ্চিত করে বলেন- আমি উপস্থিত থেকে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীর ব্যক্তিগত অনুদান প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রদান করেছেন।

ইএইচ

Link copied!