Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ

জুড়ী প্রতিনিধি

জুড়ী প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৪, ০৬:১৪ পিএম


জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ

মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা।

শুক্রবার জুড়ী উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় জেলা পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মণ্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলেন।

তিনি পূজামণ্ডপে ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 
এ সময় তার সঙ্গে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরশেদুল আলম ভুঁইয়া, এসআই সিরাজুল ইসলাম, এসআই রুমেন আহমদ, এসআই মোস্তফা কামাল, কল্যাণ প্রসন চম্পা, প্রথম আলোর জুড়ী কুলাউড়া প্রতিনিধি প্রমুখ।

ইএইচ

Link copied!