Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালিগঞ্জ উপজেলা জামায়াতের প্রতিনিধি সম্মেলন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৪, ০৬:২৮ পিএম


কালিগঞ্জ উপজেলা জামায়াতের প্রতিনিধি সম্মেলন

গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কালীগঞ্জ শ্রমিক কলেজ অডিটোরিয়ামে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাহমুদুল হাসান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক উপজেলা আমির ও কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক শিক্ষক কফিলউদ্দিন জাকির, উপজেলা ওলামা সভাপতি মাওলানা যাকারিয়া হোসাইন বিন কবিরসহ উপজেলা ও ইউনিয়নে জামায়াতের দায়িত্বশীলরা।

ইএইচ

Link copied!