Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর প্রকাশ্যে রোকন সম্মেলন

শিবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৪, ০৮:৪১ পিএম


শিবগঞ্জে জামায়াতে ইসলামীর প্রকাশ্যে রোকন সম্মেলন

ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনের বিজয় টেকসই ও অর্থবহ করতে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দলের রোকন সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা।

প্রায় ১৭ বছর পর দলটি প্রকাশ্যে রোকন সম্মেলন করেছে।

শুক্রবার বিকালে শিবগঞ্জ ইসলামী অ্যাকাডেমি ময়দানে উপজেলা রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে উপজেলা জামায়াতে আমির অধ্যাপক সেফাউল মূলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল লতিফ, শিবগঞ্জ পৌরসভা আমির এমএ আযীয মাহমুদ, উপজেলা সেক্রেটারি আব্দুল মান্নানসহ উপজেলা এবং পৌরসভা নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!