Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোণায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা যুবদলের নেতৃবৃন্দ

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা প্রতিনিধি:

অক্টোবর ১২, ২০২৪, ১১:৪৯ এএম


নেত্রকোণায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা যুবদলের নেতৃবৃন্দ

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। এতে তারা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে  ধর্মচর্চা করতে পারে, তার জন্য নেত্রকোণা জেলা যুবদলের নেতৃবৃন্দ সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।  

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে জেলা যুবদলের নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

নেত্রকোণা জেলা যুবদলের সাবেক ১নং সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে পরিদর্শন কালে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু রিপন দত্ত, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান সওদাগর, সাধারণ সম্পাদক আলমগীর আহমেদসহ স্থানীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।

এ সময় জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি বিভিন্ন পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দ ও আগত পূজারিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করেন।

বিআরইউ

Link copied!