Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মদনে জামায়াত নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

মদন (নেত্রকোণা) প্রতিনিধি :

মদন (নেত্রকোণা) প্রতিনিধি :

অক্টোবর ১২, ২০২৪, ১১:৫৫ এএম


মদনে জামায়াত নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

নেত্রকোণার মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা শাখার নেতৃবৃন্দ। 

শুক্রবার(১১ই অক্টোবর)সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালে জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় নেত্রকোণা জেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাও.রুহুল আমীন বলেন, এ দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম সকলের। স্বাধীন ভাবে ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সকলের সমান অধিকার রয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের সকলের সম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে চায়।

এ সময় আরও বক্তব্য রাখেন,সাবেক উপজেলা আমীর রিয়াজ উদ্দিন(ইদ্রীস মাস্টার),প্রেসক্লাব সাবেক সভাপতি আল-আমিন তালুকদার,প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল,পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি স্বপন কুমার পাল ও সাধারণ সম্পাদক বাবু বিমান বৈশ্য, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. জীবন লালসহ অন্যান্যরা।


বিআরইউ

Link copied!