Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সীমান্ত দিয়ে পালানোর সময় তিন বাংলাদেশি আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

অক্টোবর ১২, ২০২৪, ১২:০৫ পিএম


সীমান্ত দিয়ে পালানোর সময় তিন বাংলাদেশি আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর সীমান্তের চিলমারি ইউনিয়নের উদয়নগর বিওপি এলাকার সীমানা পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া গ্রামের আকবর আলীর (৫৫) বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন বাংলাদেশিকে আটক করা হয়।

আটকরা হলেন- নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা জেলার পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলনম (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার হাকিমপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)।

শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো. মাহবুব মুর্শেদ রহমানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক ব্যক্তিরা বাংলাদেশি মাদক ব্যবসায়ী ও হত্যাকাণ্ডের সাথে জড়িত কুখ্যাত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে একাধিক মাদক, নাশকতা, চুরি, চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরো উল্লেখ করে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে অন্তত দুইজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নাশকতা ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের বিষয়ে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে । সেই সাথে দৌলতপুর থানা থেকে তাদেরকে নাটোর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিআরইউ

Link copied!