Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মির্জাগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৪, ০৩:০৭ পিএম


মির্জাগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার ভোরে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের নিজ বাড়ি থেকে আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম পূর্ব সুবিদখালী গ্রামের  মো. হারুন রাড়ির পুত্র।

সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মাদক ব্যবসায়ী সাইফুলের বাড়িতে বেশ কিছু ইয়াবা ট্যাবলেটের চালান এসেছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে তার বাড়িতে যৌথবাহিনী অভিযানে যায়, এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইফুল পালানোর চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারের পর সাইফুলকে উদ্ধারকৃত ইয়াবাসহ মির্জাগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত আরও বলেন, মাদকের বিষয়ে সেনাবাহিনী কোনো ধরনের আপোস করবে না। মাদক ব্যবসার সঙ্গে যুক্ত গডফাদার ও মাদক সম্রাটদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, তাকে আদালতে প্রেরণ করা হবে।

ইএইচ

Link copied!