Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি শিল্পী, সম্পাদক হুমায়ুন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৪, ০৩:৪২ পিএম


রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি শিল্পী, সম্পাদক হুমায়ুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী ও সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলাপ প্রতিনিধি হুমায়ূন কবির নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টায় উপজেলার প্রেসক্লাব (পুরাতন) কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  

নির্বাচনে মোট বৈধ ভোটার সংখ্যা ১০ জনের বিপরীতে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও শতভাগ ভোট গ্রহণ শেষে সকলের অনুমতি সাপেক্ষে দুপুর ১২টায় ভোটগ্রহণ সম্পন্ন করা হয়।

এতে সভাপতি পদে সফিকুল ইসলাম শিল্পী ৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ দৈনিক বায়ান্নর আলোর প্রতিনিধি ৪ ভোট পেয়ে পরাজিত হন।

এদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলার প্রতিনিধি হুমায়ুন কবির ৭-৩ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান নির্বাচন পরিদর্শনে আসেন।

নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক কুশমত আলী ও যুগ্ম আহ্বায়ক  মাহাবুব আলম।

ইএইচ

Link copied!