Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

অক্টোবর ১২, ২০২৪, ০৩:৪২ পিএম


শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলম (৩৮)  নামের এক ব্যক্তিকে আটক করেছে শালিখা থানা পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংড়া বাজার থেকে এসআই লিটন গাজী ও সঙ্গীয় ফোর্স আসামিকে গ্রেপ্তার করা হয়।

শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহামুদা স্যারের দিকনির্দেশনায় এক অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ কুমিল্লা ২০১২ সালে মাদক মামলায় আসামি মো. আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর আসামি মো. আলমকে শালিখা উপজেলার সিংড়া বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসামি মো. আলম শালিখা উপজেলার সাবলাট  গ্রামের ফুল মিয়ার ছেলে।

বিআরইউ
 

Link copied!