Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কাশিমপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৪, ০৩:৫১ পিএম


কাশিমপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আলেয়া আক্তার আলো (২৮) নামের এক নারী।

শনিবার দুপুরে মহানগরীর কাশিমপুরের স্থানীয় এক সাংবাদিকের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেছেন।

আলেয়া আক্তার বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার রিয়াজ আহমেদ বাবু মীর (৩২) তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে পরিবারের অগোচরে ২০১৮ সালে বিয়ে করেন। বিয়ের পর তাকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে নির্যাতন করে। এ সময় তার গর্ভের ৭ মাসের বাচ্চা মারা যায়।

এছাড়াও তার কাছে ১০ লক্ষ টাকার যৌতুক চেয়ে বাড়ি হতে বের করে দেয়। এখন তার স্বামী ও ওই পরিবারের লোকজন তাকে যৌতুকের টাকা দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিয়ে আসছে এবং অন্য জায়গায় তার স্বামীকে বিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী আলেয়া আক্তার আলো বলেন, আমি সামাজিকভাবে রিয়াজ আহমেদের স্ত্রী হিসেবে স্বীকৃতি চাই এবং তার সঙ্গে সংসার করতে চাই।

ইএইচ

Link copied!