Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মাদারীপুরে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর প্রতিনিধি:

অক্টোবর ১২, ২০২৪, ০৩:৫৩ পিএম


মাদারীপুরে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার এওজ গ্রামে সাবেক ইউপি সদস্য মহসিন আকন হত্যা মামলার প্রধান আসামি রাজ্জাক মুন্সীকে (৩২) বরিশাল সদর উপজেলার রাহাত-আনোয়ার হাসপাতাল এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাকে মাদারীপুর সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার মীর মনির হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মহসিন আকন গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে এলাকার একটি বাজারে চায়ের দোকানে চা পান করাকালে আসামি রাজ্জাক মুন্সীসহ তার সহযোগী আসামিরা রামদা, ছুরি, ছ্যান, লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি নিয়ে ভিকটিমের উপর অর্তকিত হামলা চালায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজ্জাক মুন্সী তার হাতে থাকা গরু জবাই করা ছুরি দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বাম পাজরের নিচে কোপাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে ফলে ভিকটিমের পেটের নাড়িভুঁড়ি পর্যন্ত বের হয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মহসিন আকন গত ৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং সিপিএসসি কোম্পানী, বরিশালের একটি বিশেষ যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাতে বরিশাল জেলার সদর থানাধীন রাহাত-আনোয়ার হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি এওজ এলাকার মৃত শাহজাহান মুন্সীর ছেলে রাজ্জাক মুন্সীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে মাদারীপুর সদর মডেল থানায় পুলিশের কাছে রাতেই হস্তান্তর করা হয়।

বিআরইউ

Link copied!