Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাবনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পর্নোগ্রাফি মামলা

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

অক্টোবর ১২, ২০২৪, ০৪:০৪ পিএম


পাবনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পর্নোগ্রাফি মামলা

পাবনা জেলায় ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের হাটউধুনিয়া গ্রামে এক গৃহবধূ বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি মামলা দায়ের করেছেন।

জানা যায়, অভিযুক্ত সিয়াম হোসেন (২৪) প্রেম করে বিয়ে করেন প্রেমিকাকে (২২)। বিয়ের এক সপ্তাহ না যেতেই সে কৌশলে স্ত্রীর আপত্তিকর দৃশ্য তার মুঠোফনে ধারণ করে যৌতুক হিসাবে ৫ লক্ষ টাকা দাবি করেন।

স্ত্রী টাকা দিতে আপত্তি করায় তাকে টাকার ব্যবস্থা করার জন্য জোড়পূর্বক বাবার বাড়ি পাঠিয়ে দেয়। দীর্ঘদিন স্ত্রীর কোন খোঁজখবর না নিলে সে নিজেই সংসার ধর্ম পালন করার জন্য লোক জনসহ স্বামীর বাড়িতে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিক ইসলাম বলেন- গত রোববার (৬ অক্টোরব) পাবনা আদালতে মামলা দায়ের করেন ওই নারী। আদালত মামলাটিকে আমলে নিয়ে থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করলে পুলিশ শনিবার ভোর রাতে হাট উধুনিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেন।

ইএইচ

Link copied!