Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আড়াইহাজারে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৪, ০৪:১০ পিএম


আড়াইহাজারে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তা সংস্কারের দাবিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছ।

শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া দানিছ মার্কেট সংলগ্ন এ কর্মসূচি পালিত হয়।

সাতগ্রাম ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তরুণদল, ও শ্রমিকদল এ মানববন্ধন আয়োজন করে।

মানববন্ধন থেকে এই রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।

এই সময় সাতগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল হাসান (কাজল) বলেন- বিগত ১২ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে বিএনপির গণমানুষের নেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের দুর্গ খ্যাত এই এলাকার মানুষদের কোন কাজ তৎকালীন স্বৈরশাসকের মনোনীত দুর্নীতি বাজ নজরুল ইসলাম বাবু করেনি। এই রাস্তার কথা বলার কারণে নামি-দামি মানুষকে বাবু হেয় প্রতিপন্ন করেছে। তাই এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবি জানাই। আর এ দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি ও ঘোষণা দেবেন বলে বক্তারা জানান।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- মো. আব্দুল মালেক মোল্লা, যুগ্ম সম্পাদক, সাতগ্রাম ইউনিয়ন বিএনপি, মো. রাজু আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক, ডা. মোহাম্মদ শফিউল আলম (বাবুল) ছাত্র বিষয়ক সম্পাদক, মো. শহিদুল হাসান (কাজল) সাধারণ সম্পাদক সাতগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মো. নয়ন পারভেজ উপজেলা শ্রমিক দল, মো. সালাউদ্দিন (সুমন) সদস্য আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দল, মো. জাকির হোসেন জাকাবর সভাপতি ৫নং ওয়ার্ড বিএনপি, মো. রানা আশরাফ সহ সভাপতি সাতগ্রাম ইউনিয়ন যুবদল, মো. সেলিম প্রধান সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপি, মো. মাহফুজুর রহমান যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মো. ফাহাদ সহ-সভাপতি সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদল প্রমুখ।

ইএইচ

Link copied!