Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ভূঞাপুরে পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৪, ০৪:২২ পিএম


ভূঞাপুরে পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু।

শনিবার সকালে উপজেলার শিয়ালকোল ঋষিপাড়া কালী মন্দির, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও ফলদা সার্বজনীন কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন, (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরফুদ্দীন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ পূজা উদযাপন কমিটির সভাপতি নিরঞ্জন চন্ডীদাস প্রমুখ।

এ সময় টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন- সারাদেশের ন্যায় টাঙ্গাইলের হিন্দু ধর্মাবলম্বীদের মানুষ অত্যন্ত আনন্দঘন পরিবেশে তাদের অনুষ্ঠান উদযাপন করছেন। এর আগে পূজা উদযাপন কমিটির লোকদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। পুলিশ প্রশাসন জনগণের বন্ধু হয়ে জনগণের পাশে আছে এবং থাকবে। পূজা উপলক্ষ্যে আমরা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছি।

ইএইচ

Link copied!