Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

আবারও ভেঙে পড়েছে আশাশুনির বাঁকড়া সেতু

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৪, ০৪:৪৪ পিএম


আবারও ভেঙে পড়েছে আশাশুনির বাঁকড়া সেতু

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের মরিচ্চাপ নদী উপর নির্মিত কুন্দুড়িয়া বাঁকড়া সেতু দ্বিতীয়বারের মতো ভেঙে পড়েছে।

সেতুটি ভেঙে একেবারে পানির সাথে মিশে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েছে শিক্ষার্থী ও পথচারীরা। বিশেষ করে পার্শ্ববর্তী কুন্দড়িয়া মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। নদীতে জোয়ারের সময় ভেঙে পড়া সেতুর উপরে প্রায় পাঁচ থেকে ছয় ফুট পানি বৃদ্ধি পায় যে কারণে ছাত্র-ছাত্রীদের অনেক সময় ভিজে পড়ে এমনকি সাঁতার দিয়েও স্কুলে যেতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটি একদম পানির সাথে মিশে আছে। সেতুর উপরে প্রায় চার থেকে পাঁচ ফুট পানি। সেখানে কয়েকজন অর্থের বিনিময়ে দুপাশ থেকে আসা মানুষের মোটরসাইকেল ও বাইসাইকেল পারাপার করে দিচ্ছে। আর পথচারীদের হাত ধরে সেতুর হাতার উপর দিয়ে হাঁটিয়ে পার করে দিচ্ছেন।

স্থানীয়রা বলছেন, গত কিছুদিন আগে দ্বিতীয়বার এই সেতুটি ভেঙে পড়ায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অনেকেই দেখে গেলেও কোন ব্যবস্থা করা হয়নি বলে তারা অভিযোগ করেন।

বাঁকড়া গ্রামের আরিফুল ইসলাম আমার সংবাদকে বলেন, মরিচ্চাপ নদী খননের কারণে খননকৃত নদীর প্রস্থের তুলনায় সেতুটির দৈর্ঘ্য সামান্য কম হওয়ায় প্রায় এক বছর আগে এটি দেবে যায়। সেখান থেকে সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ এবং যানবাহন কোনোরকম চলাচল করে আসছিল। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে ব্রিজটি কিছুটা দুর্বল হয়ে পানিতে মিশে যায়। বর্তমানে এই সেতুর উপর দিয়ে জোয়ার ভাটা চলছে এবং মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

স্থানীয় স্কুল শিক্ষক মনিরুল ইসলাম বলেছেন, অগভীর ফাউন্ডেশন হওয়ার কারণেই সেতু ভেঙে পড়েছে। যেখানে নদী রয়েছে ১৮০ ফুট প্রস্থ। সেখানে মাত্র ৬০ ফুট দৈর্ঘ্যের ব্রিজ হলে কীভাবে থাকবে। যে কারণে অতিবৃষ্টিতে ভেঙে পড়েছে।

আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার বলেন, সেতুটি যখন নির্মাণ করা হয়েছে তখন নদী ছিল অনেক ছোট পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড নদী খননের ফলে ব্রিজটি ভেঙে পড়ে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলেছি যাতে দ্রুত সময়ে এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় মানুষ অত্যন্ত দুর্ভোগের মধ্যে পড়েছে। বিষয়টি নিয়ে আমরা সাতক্ষীরা জেলা প্রশাসক স্যারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি যাতে দ্রুত সময়ে মানুষের ভোগান্তি দূর করা যায়।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ সালাউদ্দীন জানান, ২০২০-২১ অর্থ বছরে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে সাতক্ষীরা মরিচ্চাপ নদীর পুনঃখনন কাজ শুরু করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড। সম্পূর্ণ দৈর্ঘ্যে ডিজাইন মোতাবেক পূর্ণ প্রশস্ততায় পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হলেও, ব্রিজ থাকার কারণে সেখানে নদী সংকুচিত অবস্থায় থেকে যায়। চলমান বর্ষায় ভারী বৃষ্টিপাতে নদীর প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পানির প্রচণ্ড চাপে ব্রিজটি ধসে যায়। বর্তমানে ধসে যাওয়া ব্রিজের কারণে পানির প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে।

ইএইচ

Link copied!