পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৪, ০৫:৫১ পিএম
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৪, ০৫:৫১ পিএম
কক্সবাজারের পেকুয়ার বহুল আলোচিত অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল ইসলাম (৪৭) হত্যাকাণ্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী মো. রুবেল খানকে আটক করেছে র্যাব।
শুক্রবার বিকালে চট্টগ্রাম আন্দরকিল্লা কাঁচা বাজার এলাকা থেকে র্যাব-১৫, র্যাব-৭ এবং র্যাব-১১ এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রুবেল খান (২৭) চাঁদপুর সদর থানার চরপুচন্ডী এলাকার হাবিবুল্লাহ খানের ছেলে। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় র্যাব-১৫ কক্সবাজার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলে, রুবেল অপহরণ ও হত্যাকাণ্ডের প্রাথমিক পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম। অপহৃতের মোবাইল থেকে স্বজনদের কাছে রুবেল কয়েক দফা কল করে ৩৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
এছাড়া অপহরণের আগে অধ্যক্ষ আরিফের গতিবিধির উপর দীর্ঘদিন ধরে নজরদারিও করে রুবেল। গ্রেপ্তারের পর রুবেল হত্যাকাণ্ড ও মুক্তিপণ আদায়ের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা র্যাবের কাছে স্বীকার করেছে।
ইএইচ