Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৪, ০৫:৫৮ পিএম


সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরী মৌলভীবাজারের বড়লেখায় ও জুড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এর ফাঁকে দু’উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করতে দেখা যায় তাকে।

এ সময় ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরীর সাথে তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সাবেক সচিব ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ জিশান হায়দার সনাতন ধর্মাম্বলীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও প্রচার লিফলেট বিতরণে অংশ নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- মৌলভীবাজার জেলা  বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, বড়লেখা উপজেলা বিএনপি নেতা তুতিউর রহমান তোতাব আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাস, বিএনপি নেতা ময়িদ চৌধুরী, আব্দুল হাফিজ চৌধুরী, জুড়ী সেচ্ছাসেবক দলের নেতা দিবাকর দাস, শুভাস দাস, আব্দুল খালিক, মাসুক মেম্বার, সেলিম চৌধুরী, যুবদল নেতা হাসান, আমান, শামীমসহ জুড়ী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!