Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কোম্পানীগঞ্জে খামারিদের মাঝে পশুপাখির খাদ্যসামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৪, ০৬:২৪ পিএম


কোম্পানীগঞ্জে খামারিদের মাঝে পশুপাখির খাদ্যসামগ্রী বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রায় দেড় শতাধিক খামারিদের মাঝে গবাদিপশু পাখির খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসির সার্বিক তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.  মোহাম্মদ রেয়াজুল হক।

তিনি বলেন, আমরা খামারিদের জন্য মধ্যমেয়াদি কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, তারমধ্যে বিদ্যুৎ বিল দিতে না পারলে খামারিদের লাইন কেটে দেয়ার বিষয়ে নিষেধ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হুমায়ুন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দীন, চরএলাহী যুবদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন তোতা।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রাণি পুষ্টি উন্নয়ন প্রকল্পের ডাইরেক্টর আমজাদ হোসেন ভূইয়া, পিপিআর নির্মূল প্রকল্পের উপ-পরিচালক ডা. অমর জোতি চাকমা, উপ-পরিচালক শরিফুল হক, উপ-পরিচালক মেহেদী হাসান মামুন, উপপরিচালক (কৃত্রিম প্রজনন) আমিনুল ইসলাম খান।

ইএইচ

Link copied!