Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হিজলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার আটক

হিজলা (বরিশাল) প্রতিনিধি

হিজলা (বরিশাল) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৪, ০৭:১০ পিএম


হিজলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার আটক

বরিশালের হিজলা উপজেলায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এমভি সোহান নামে একটি বালুর ড্রেজার ও তেলবাহী ট্রলার আটক করা হয়েছে।

হিজলা নৌপুলিশের ইনচার্জ মোহাম্মদ ওহিদুজ্জামান জানান- আমরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন স্যারের পরামর্শে ও উপজেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেটেট ইয়াসিন সাদেক স্যারের তত্ত্বাবধানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনী ভাঙ্গা থেকে একটি ড্রেজার ও একটি তেলবাহী ট্রলার জব্দ করি।

তিনি আরও বলেন- আমরা যতটুকু জানতে পেরেছি ড্রেজারের মূল মালিক মোহাম্মদ বাদল তার বাড়ি গৌরনদী থানার উজিরপুর গ্রামে। ড্রেজারটি মূলত ভাড়ায় এনেছিলেন হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ফরহাদ বেপারী। পরে হিজলা উপজেলার এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করেন।

অবৈধভাবে বালু উত্তোলনের বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন- হিজলা  উপজেলা একটি প্রত্যন্ত অঞ্চল, চারদিকে শুধু নদী মাঝখানে এটি একটি দ্বীপ। আর এখানে অবৈধভাবে রাতের আঁধারে কিছু কুচক্রী মহল বালু উত্তোলন করছে। যা হিজলা উপজেলার জন্য মারাত্মক হুমকি বলে আমি মনে করি।

তিনি আরও বলেন- আমি যতদিন এই উপজেলায় আছি একটি বালু ও অবৈধভাবে উত্তোলন করতে দেব না, তার পাশাপাশি কেউ যদি অবৈধভাবে মাটি কাটে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

ইএইচ

Link copied!