Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৪, ০৭:৪৫ পিএম


কুষ্টিয়ার মিরপুরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বর্ধিত সভা ও উপজেলা বিএনপির প্রয়াত সাবেক সভাপতি আল-মামুনার রসুল বাবু খানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা ও শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাবুর সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন ও সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী।

এ সময় উপস্থিত ছিলেন, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউর করিম কটা, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম হারছেন, মালিহাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আল আমিন বুলবুল, সাধারণ সম্পাদক আশাদুল হক, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তালবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান জোয়ার্দ্দার, চিথলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আয়নাল বিশ্বাস, ধুবইল ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন ডিলার, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, আমলা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবার রহমান, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নায়েব, চিথলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, সদস্য সচিব আতাউল হক এমদাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খাঁন জিল্লু, যুগ্ম আহ্বায়ক ইফতেখা আলম শিল্পু, নাসিরুজ্জামান রানা প্রমুখ।

ইএইচ

Link copied!