Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষে মুরাদ চৌধুরীর শুভেচ্ছা বিনিময় ও অনুদান হস্তান্তর

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

অক্টোবর ১২, ২০২৪, ০৮:৫৩ পিএম


পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষে মুরাদ চৌধুরীর শুভেচ্ছা বিনিময় ও অনুদান হস্তান্তর

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা শ্রী শ্রী গীতা মন্দির, কদমতলী শ্রী শ্রী জ্বালাকুমারী মন্দির, পারুয়া নাথ পাড়া সার্বজনীন মন্দিরসহ চারটি পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।

এ সময় তিনি বলেন- আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে সাম্য, মানবিক ও সম্প্রতির ডাক দিয়েছেন।  

শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমানের পক্ষে পূজামণ্ডপ গুলোতে আর্থিক অনুদান ও মিষ্টান্ন বিতরণ করেন মুরাদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- রাঙ্গুনিয়া পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অরুপ চৌধুরী, সাধারণ সম্পাদক হারাদন দাশ, জেলা যুবদলের সহ-সভাপতি বেলাল উদ্দিন বেলাল, বাবলু বড়ুয়া, আজাদ, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ সেকান্দর, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ জামাল, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোমিন সিকদার,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শোয়েব কাদের, আজিজুল হক লিটন, আবদুল জব্বার, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ ইসমাইল, সোহেল তাজ, খাইরু শিকদার, জোবায়ের, সৈয়দ নেয়ামত, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুর রহমান, তৌসিফ চৌধুরী, কপিল চৌধুরী, আজিম মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!