Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

হাটহাজারীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

অক্টোবর ১৩, ২০২৪, ০১:৩৫ পিএম


হাটহাজারীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)‍‍`র উদ্যোগে এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২৪ পালিত হয়েছে। 

রোববার (১৩ অক্টোবর) পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি পালিত হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. মশিউজ্জামান।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহিম, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক মো. বোরহান উদ্দিন প্রমুখ। 

মহড়ার নেতৃত্ব দেন, সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরইউ
 

Link copied!