Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার প্রাক্তন ছাত্র সংসদের সম্মেলন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৪, ১০:৩৭ পিএম


মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার প্রাক্তন ছাত্র সংসদের সম্মেলন

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার প্রাক্তন ছাত্র সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে স্মৃতিময় হয়ে উঠে সম্মেলনস্থল।

রোববার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মো. আব্দুল জব্বার।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- অধ্যক্ষ ও প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা কাজী মো. সলিম উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সংগঠনের উপদেষ্টা ও রাঙামাটি বায়তুশ শরফ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা শামসুল আরেফীন, মাওলানা নজির আহাম্মদ, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

প্রথম অধিবেশনে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মো. আব্দুল কাদের, মো. জসিম উদ্দীন, মো. হাসান আল মারুফ, মো. আব্দুল মালেক ও মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন। 
সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. আব্দুল জব্বারকে সভাপতি, মো. আব্দুল মালেককে সাধারণ সম্পাদক ও মো. ফখরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

একই সময়ে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

ইএইচ

Link copied!