Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পূবাইলে ছিনতাইয়ের মালামালসহ গ্রেপ্তার ৬

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৪, ১০:০৬ এএম


পূবাইলে ছিনতাইয়ের মালামালসহ গ্রেপ্তার ৬

গাজীপুর মহানগরীর পূবাইলে ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং ছিনতাইকারী দলের নারীসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।

রোববার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মো. আলমগীর হোসেন আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার শাল্লা থানার চরগাঁও গ্রামের রানা (২৫), বর্তমান গাজীপুর মহানগর চেরাগ আলীর (ভাসমান) বাসিন্দা শরীয়তপুর জেলার নড়ীয়া থানার পূর্ব চণ্ডীপুর গ্রামের শাওন ওরফে কোরবান (৩২), বর্তমানে গাজীপুর সিটির পূবাইল তালটিয়ার ভাসমান বাসিন্দা জুনায়েদ (২০), ঠাকুরগাঁও জেলার শিনুয়া থানার পীরগঞ্জের বাসিন্দা মো. তুষার (২৪), গাজীপুর সিটির পূবাইল পদহারবাইদ আঠাইয়া বাড়ি এলাকার মো. হিমেল মিয়া (২৯) ও গাজীপুর সিটির পূবাইল মাজুখান এলাকার সেলিনা (৪৯)।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম আমার সংবাদকে জানান, রোববার দিবাগত রাতে দ্রুত বিচার আইনে মামলা রুজু হলে মামলার তদন্তকারী অফিসার এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ বাদীর ছিনতাই হওয়া লুণ্ঠিত মোটরসাইকেলসহ মালামাল উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামিদের বিরুদ্ধে পূবাইল থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!