Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পরিবর্তন আসছে ফেনী জেলা জামায়াতের আমির পদে

এস এম ইউসুফ আলী, ফেনী

এস এম ইউসুফ আলী, ফেনী

অক্টোবর ১৪, ২০২৪, ১২:২৬ পিএম


পরিবর্তন আসছে ফেনী জেলা জামায়াতের আমির পদে

প্রায় ১০ বছর পর পরিবর্তন আসছে ফেনী জেলা জামায়াত ইসলামীর আমির পদে। বর্তমান নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ ও সেক্রেটারি মুফতি আবদুল হান্নান এ দু’জনের মধ্যে যে কেউ এবার জেলা আমির হতে পারেন বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন রয়েছে।

সোমবার দলটির নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বর্তমান আমির একেএম শামছুদ্দীনের স্থলে কে হবেন পরবর্তী আমির, তা অনিশ্চিত হলেও চলতি মাসের শেষসপ্তাহে নতুন আমিরের নাম ঘোষণা করা হবে।

এর আগে, শনিবার (১২ অক্টোবর) শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ ফেনী কমিউনিটি সেন্টারে দলটির জেলা শাখার রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সংগঠনের নারী-পুরুষ রুকনরা জেলা আমির পদে ভোট প্রদান করেন।

সম্মেলনে প্রধান অতিথি থেকে নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নির্বাচন পরিচালক নজরুল ইসলাম খাদেম।

তিনি বলেন, প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা ব্যর্থ করার চেষ্টা বরদাশত করা হবে না। ফ্যাসিস্ট সরকারকে পুনর্বহালের চেষ্টা জামায়াত-শিবির নেতাকর্মীরা রুখে দিবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। সংস্কারের জন্য জামায়াতের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন বর্তমান জেলা আমির একেএম শামছুদ্দীন।

পরে জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শূরা সদস্য, উপজেলা আমির ও সেক্রেটারি, রুকনদের উপস্থিতিতে গোপন ভোটের মাধ্যমে এ সম্মেলনে নতুন জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নির্বাচন পরিচালক নজরুল ইসলাম খাদেম।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম জানান, দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে জেলা জামায়াত ইসলামীর রুকন সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সাড়ে ১৪শ নারী-পুরুষ রুকনের মধ্যে ৯৭ শতাংশ প্রত্যক্ষ ভোটে অংশ নিয়েছেন। আগামী ২০ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় কার্যালয় থেকে নতুন নেতৃত্ব ঘোষণা করার কথা রয়েছে।

ইএইচ

Link copied!