Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘ভারতীয় চিনি’ ছিনতাইয়ের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

অক্টোবর ১৪, ২০২৪, ১২:৫৮ পিএম


‘ভারতীয় চিনি’ ছিনতাইয়ের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

সিলেটের ওসমানীনগরে ট্রাকভর্তি ভারতীয় চিনি ছিনতাই করতে গিয়ে স্থানীয় জনতা ও পুলিশের হাতে ধরা পড়েছেন মহানগর বিএনপির দুই নেতা।

একই সঙ্গে চিনি চোরাচালানের সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করা হয়েছে।

রোববার মধ্যরাতে সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুর সেতু এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এ ঘটনার পর রাতেই ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে সিলেট মহানগর বিএনপি।

ভারতীয় চিনি ছিনতাইয়ের চেষ্টার দায়ে আটক ও বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন- মহানগরীর ২৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার বারখলা রুপালি আবাসিক এলাকার মৃত ছানা মিয়ার ছেলে মো. সোলেমান হোসেন সুমন (৪২) এবং ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্থখলার সোনালি আবাসিক এলাকার মৃত দিলু মিয়ার ছেলে মো. আবদুল মান্নান (৪৩)।
এছাড়া চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন- সিলেট সদর উপজেলার বটেশ্বরের মলাই টিলার মনির আহমদ (৩২), জৈন্তাপুরের বাঘের খালের তোফায়েল আহমদ (২৬), একই এলাকার মো. শাহীন আহমদ (২৫) ও গোয়াইনঘাটের ফতেহপুর তৃতীয় খণ্ডের নজরুল ইসলাম (৪২)।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরি জানান, সাদিপুর সেতুর সামনে থেকে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ভারতীয় চিনি ভর্তি একটি ট্রাক, দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল। এদের মধ্যে চোরাচালানের সঙ্গে জড়িত চারজন এবং চিনির চালান ছিনতাইয়ের চেষ্টার দায়ে দুইজন আটক করা হয়।

ইএইচ

Link copied!