রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৪, ০১:৪৯ পিএম
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৪, ০১:৪৯ পিএম
রামপালে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলোপাথাড়ি কুপিয়ে আহত করার ঘটনায় রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার বিকালে ৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন, ভিকটিম রাজু ও রনির পিতা ইন্তাজ সরদার।
অভিযোগের বিষয়ে হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার মুজিবর রহমান বাবুল জানান, মাদক সংক্রান্ত বিরোধে যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডারদের মধ্যে বিরোধের জেরে নিজেদের মধ্যে হামলার ঘটনা ঘটে। যা নিয়ে ইতিমধ্যে সাংবাদিকেরা অনুসন্ধানী রিপোর্ট করেন। তারপরেও আমাকে এক নেতার নির্দেশে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি করেন।
ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগ ও যুবলীগ ক্যাডারদের সাথে জনপ্রিয় উপজেলা বিএনপি নেতা হাওলাদার মুজিবর রহমানকে জড়িয়ে হয়রানিমূলক মামলা করার ঘটনায় বাগেরহাট জেলা বিএনপি ও রামপাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হায়রানিমূলক মামলা থেকে অব্যাহতির দাবি করেন।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের কাছে জানতে চাইলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তে যদি কোন কারো সম্পৃক্ততা না পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ