Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মনোহরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৪, ০১:৫৪ পিএম


মনোহরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে একটি ঘটনাকে কেন্দ্র করে হওয়া সালিশে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের থামাতে যাওয়া এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় আরও অন্তত পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার রাত ৯টার দিকে উপজেলার খিলা ইউনিয়নের সাতেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় ওই গ্রামের খুরশিদ আলমের ছেলে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত বাবুল মিয়া (২৭) ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে। বাবুলের আড়াই বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিনি দিনমজুরের কাজ করতেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাচালক হৃদয়সহ তার সঙ্গে থাকা ব্যক্তিদের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে পুলিশ।

ইএইচ

Link copied!