Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

পাথরঘাটায় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৪, ০৪:০১ পিএম


পাথরঘাটায় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ১৪৩নং মানিকখালী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক ও প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ঐ স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে।

এ ঘটনায় পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছে সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান। এ ঘটনায় পাথরঘাটা প্রেসক্লাবে জরুরি সভা ডেকে সাংবাদিকরা নিদ্রা প্রকাশ করে ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

সাংবাদিক তাওহীদ শুভ আরটিভির পাথরঘাটা প্রতিনিধি।

তাওহীদুল ইসলাম শুভ জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদ মাসে দু-একদিন বিদ্যালয়ে আসেন, তখন হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর দিয়ে চলে যান। এছাড়াও নিয়মিত পাঁচজন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও ৫ জন বিপরীতে ২ জন পালাক্রমে উপস্থিত থাকে। এমন অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে গত ৭ অক্টোবর সোমবার বেলা সাড়ে এগারোটায় সরেজমিন গিয়ে সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে প্রধান শিক্ষক হারুন-অর রশিদের কাছে মুঠোফোনে জানতে চাইলে আমাকে বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। না হলে অনুমতি না নেয়ার কারণে মামলা দিবেন বলেও জানান তিনি। পরবর্তীতে ঘটনার পর দিন মঙ্গলবার আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং নিউজ করলে প্রাণ নাশের হুমকি দেয়।

শুভ আরও জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদের এ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তার বক্তব্য আনার পর থেকে পুনরায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাধ্যমে নিউজ বন্ধ করতে চাপ প্রদান করে।

এ ঘটনায় পাথরঘাটা প্রেসক্লাব নিন্দা জানিয়েছে।

প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার বলেন, একজন সংবাদকর্মী তথ্যের প্রয়োজনে সর্বত্র যাবে। সেজন্য তাকে প্রাণনাশের হুমকি দিবে এটা মানা যায় না। আমি ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি

জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, এই বিষয়ে আমি এখনো কিছু শুনিনি। তবে সাংবাদিককে তথ্য চাইতে গিয়ে প্রাণনাশের হুমকি পাবে এটা মানা যায় না। এই রকম কিছু করে থাকলে ঐ শিক্ষকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, তাওহীদুল ইসলাম শুভ পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরুত্ব দিয়ে সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, সাংবাদিকে হুমকি দেয়ার বিষয়টি জেনেছি। ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইএইচ

Link copied!