Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

যামিনীপাড়া জোনের উদ্যোগে অনুদান প্রদান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৪, ০৪:১১ পিএম


যামিনীপাড়া জোনের উদ্যোগে অনুদান প্রদান

পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন।

যামিনীপাড়া জোনের আওতাধীন দুস্থ ও অসহায় সালমা বেগম দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করে আসছে তার আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ৩ বান ঢেউটিন অনুদান দেয়া হয়।

তাইন্দং ইউপির মো. খোরশেদ আলম, তাইন্দং ইউপির প্রতিবন্ধী হাফেজ মো. জাফর আলী, তবলছড়ি ইউপির মো. শাহজাহান আলী (আনসার ভিডিপি) সকলের মাটিরাঙ্গা উপজেলার বসত ঘর আগুনে পুড়িয়ে যাওয়ার তাদের আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ঘর মেরামতের জন্য ৩০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

যামিনীপাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ৩টি পূজা মণ্ডপে (ডাকবাংলা জগন্নাত মন্দির, তবলছড়ি লাইফু কারবারীপাড়া হরি মন্দির, তাইন্দং হেডম্যানপাড়া দুর্গা মন্দিরে) ৩০,০০০/- টাকা নগদ প্রদান করা হয়। এছাড়াও সেংগারা টিলা সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের ফ্লোর সংস্কার বাবদ ১৫,০০০/- টাকা নগদ প্রদানসহ ৪ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসা এবং ৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে মোট ৪০,৫০০/- টাকা নগদ প্রদান করেন। যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৪০,০০০/- টাকা অনুদান দেয়া হয়। প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ৬ টি মাদ্রাসায় ৪৫০ কেজি চাল বিতরণ করেন। মোট ১,৭৩,৭০০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ১২৬৮ জন (পাহাড়ি-৬২৮ জন এবং বাঙালি-৬৪০ জন)।

ইএইচ

Link copied!