Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দেলদুয়ারে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৪, ০৪:৩০ পিএম


দেলদুয়ারে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তরা মণ্ডপে মণ্ডপে ভিড় করেন। অনেকে অশ্রুসজল চোখে আহাজারিতে দেবীকে বিদায় জানান।

রোববার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মোট ১১৩টি পূজামণ্ডপে দেবী দুর্গার ভক্তরা বিজয় দশমী পরবর্তী প্রতিমা বিসর্জন দেন ১০৪টি বাকী ৯টি স্ব স্ব মন্দিরে সংরক্ষিত রাখা হয়েছে বলে জানা গেছে।

পাথরাইল ইউপিতে ৪২টি, ডুবাইল ইউপির ডুবাইল সেহড়াতৈল গৌরী ও বাথুলীতে ০৯টি। দেলদুয়ার সদর ইউপিতে ১৫টি, আটিয়া ইউপিতে ১৫টি, ফাজিল হাঁটি ইউপিতে ০৫ টি, লাউহাটি ইউপিতে ৪টি, দেউলী ইউপিতে- ২টি ও এলাসিন ইউপি -২১টি।

বিকাল থেকেই প্রতিমা বিসর্জনের প্রস্তুতি শুরু হয়। সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকাল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিক কার্যক্রম। দেবী দুর্গার সন্তুষ্টি লাভ করতে ঢাকঢোল পিটিয়ে ও দেবী দুর্গার শানে সনাতনী সংগীত বাদ্য বাজনায় নৃত্যের তালে এবং উলুধ্বনি মুখর করে তুলে ভক্তরা।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী পলাশ বসাক জানান, শান্তিপূর্ণভাবে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন পূর্বক উৎসব সম্পূর্ণ হয়েছে।

পূজায় আইনশৃঙ্খলা বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো. সোহেব খান জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে।

ইএইচ

Link copied!