Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৪, ০৫:৩৭ পিএম


আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা ইসলামপুর গ্রামে হাঁড়িধোওয়া নদীতে ডুবে তালহা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও আড়াইহাজার থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এর আগে, রোববার সন্ধ্যায় তালহার বাবা ড. গোলাম কিবরিয়া তালহা নিখোঁজ হয়েছে বলে থানায় একটি জিডি করেন।

নিহত তালহা কড়ইতলা ইসলামপুর গ্রামের মরহুম পীর আলহাজ্ব মাওলানা আব্দুল জব্বার চিশতী সাজলী (র) এর নাতি।

রোববার বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে তালহার পরিবারের লোকজন জানান।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, জিডি গ্রহণের পর থেকেই পুলিশ খুব গুরুত্বের সাথে তালহার অনুসন্ধান করতে থাকে। পরে নিহতের পরিবারের সন্দেহের উপর বাড়ির পাশে হাঁড়িধোওয়া নদীতে পুলিশ ও ডুবুরিরা একযোগে খুঁজে নদীতে থাকা কচুরিপানার নীচ থেকে সোমবার সকালে তালহার লাশ উদ্ধার করে।

ইএইচ

Link copied!